Dhaka 12:29 pm, Friday, 8 November 2024

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতায় নোঙরের লিফলেট বিতরণে এমপি মোকতাদির

  • Reporter Name
  • Update Time : 07:19:31 pm, Thursday, 17 March 2022
  • 257 Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোঙর (নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন) ব্রাহ্মণবাড়িয়া লিফলেট বিতরণ করেছে। আজ ১৭মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধের দাবি ও জনসচেতনতায় শহরের বিভিন্ন বাজার ও সড়কে লিফলেট বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার থেকে শুরু করে সবজি বাজার, মাছ বাজার, নিউ মার্কেট, লাখী বাজার, সড়ক বাজার, হুক্কপট্টি, জগৎ বাজার, মসজিদ রোড, হকার্স মার্কেট, খালপাড়, টানবাজার, মহাদেপট্টি, ছাতিপট্টি, কোর্ট রোড, সিটি সেন্টার, মঠের গোড়া, টিএ রোড ও জেলা প্রশাসক আয়োজিত ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও বিজয়ের সুবর্ণজয়ন্তী মেলায় লিফলেট বিতরণ করে এবং বিকাল ৪টায় শহরের কাউতলী মোড়ে এসে লিফলেট বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নোঙর’র পক্ষে বিভিন্ন দোকানে ও সড়কে লিফলেট বিতরণ করেন। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি অপচনশীল পদার্থ, তাই এর পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। মাটির উর্বরতা হ্রাস ও গুণাগুণ বিনষ্ট করে। পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধ করতে হবে। ২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে পলিথিন বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। পলিথিন বন্ধে আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ না হওয়ার কারণে এবং জনসচেতনতার অভাবে ব্যবহৃত পলিথিন শহরের ড্রেন ও খালে পতিত হয়ে নদীগর্ভে যাচ্ছে। যার ফলে নদী দূষণ হচ্ছে ও জীব-বৈচিত্র মারাত্মক হুমকির মুখে রয়েছে এবং নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। নদ-নদী রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হলে প্রয়োজন আমাদের জনসচেতনতা, প্রয়োজন প্রশাসনের সক্রিয় ভূমিকা। প্রশাসনের পাশাপাশি স’ানীয় জনগণেরও এগিয়ে আসা প্রয়োজন। তাহলেই আমাদের চারিপাশের পরিবেশ সুন্দর থাকবে, সুন্দরভাবে বেড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আসুন আমরা সকলেই এক সাথে মিলিত হয়ে নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় ও পরিবেশ রক্ষা করি। এসময় নোঙরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খাঁন টিটু, অর্থ ও আইসিটি বিষয়ক সম্পাদক শিপন কর্মকার, জেলা নির্বাহী সদস্য সোহেল আহাদ, জেলা সদস্য সাইদুর রহমান জুয়েল, রয়েল, আসলাম, এনামুল, মোর্শেদ, নাসিম, হারুন, পাভেল ও আশুগঞ্জ উপজেলা সদস্য মো. রুবেল পারভেজ উপসি’ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর
fapjunk
© All rights reserved ©
Theme Developed BY XYZ IT SOLUTION

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতায় নোঙরের লিফলেট বিতরণে এমপি মোকতাদির

Update Time : 07:19:31 pm, Thursday, 17 March 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোঙর (নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন) ব্রাহ্মণবাড়িয়া লিফলেট বিতরণ করেছে। আজ ১৭মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধের দাবি ও জনসচেতনতায় শহরের বিভিন্ন বাজার ও সড়কে লিফলেট বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার থেকে শুরু করে সবজি বাজার, মাছ বাজার, নিউ মার্কেট, লাখী বাজার, সড়ক বাজার, হুক্কপট্টি, জগৎ বাজার, মসজিদ রোড, হকার্স মার্কেট, খালপাড়, টানবাজার, মহাদেপট্টি, ছাতিপট্টি, কোর্ট রোড, সিটি সেন্টার, মঠের গোড়া, টিএ রোড ও জেলা প্রশাসক আয়োজিত ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও বিজয়ের সুবর্ণজয়ন্তী মেলায় লিফলেট বিতরণ করে এবং বিকাল ৪টায় শহরের কাউতলী মোড়ে এসে লিফলেট বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নোঙর’র পক্ষে বিভিন্ন দোকানে ও সড়কে লিফলেট বিতরণ করেন। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি অপচনশীল পদার্থ, তাই এর পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। মাটির উর্বরতা হ্রাস ও গুণাগুণ বিনষ্ট করে। পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধ করতে হবে। ২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে পলিথিন বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। পলিথিন বন্ধে আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ না হওয়ার কারণে এবং জনসচেতনতার অভাবে ব্যবহৃত পলিথিন শহরের ড্রেন ও খালে পতিত হয়ে নদীগর্ভে যাচ্ছে। যার ফলে নদী দূষণ হচ্ছে ও জীব-বৈচিত্র মারাত্মক হুমকির মুখে রয়েছে এবং নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। নদ-নদী রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হলে প্রয়োজন আমাদের জনসচেতনতা, প্রয়োজন প্রশাসনের সক্রিয় ভূমিকা। প্রশাসনের পাশাপাশি স’ানীয় জনগণেরও এগিয়ে আসা প্রয়োজন। তাহলেই আমাদের চারিপাশের পরিবেশ সুন্দর থাকবে, সুন্দরভাবে বেড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আসুন আমরা সকলেই এক সাথে মিলিত হয়ে নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় ও পরিবেশ রক্ষা করি। এসময় নোঙরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খাঁন টিটু, অর্থ ও আইসিটি বিষয়ক সম্পাদক শিপন কর্মকার, জেলা নির্বাহী সদস্য সোহেল আহাদ, জেলা সদস্য সাইদুর রহমান জুয়েল, রয়েল, আসলাম, এনামুল, মোর্শেদ, নাসিম, হারুন, পাভেল ও আশুগঞ্জ উপজেলা সদস্য মো. রুবেল পারভেজ উপসি’ত ছিলেন।