প্রফেসর মুজিবুর রহমান স্বরণে সরাইলের নাগরিক শোকসভায় ৪ প্রস্তাব

0
37
প্রফেসর মুজিবুর রহমান স্বরণে সরাইলের নাগরিক শোকসভায় ৪ প্রস্তাব
প্রফেসর মুজিবুর রহমান স্বরণে সরাইলের নাগরিক শোকসভায় ৪ প্রস্তাব

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

‘ভালবাসা মোরে বিখারী করেছে’ গানের এই কলিকে মিথ্যায় পরিণত করেছে বরেণ্য শিক্ষাবিদ প্রয়াত প্রফেসর মু. মুজিবুর রহমান স্বরণে অনুষ্ঠিত নাগরিক শোকসভা। আজ শনিবার উপজেলার অরূয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওই বিশাল শোক সভার উপস্থিতি ও বক্তব্যে প্রমাণ হয়েছে উনার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা ভালবাসা বিখারী করেনি। করেছে মহান। বক্তারা বলেন, জীবনভর শুধু মানুষের জন্যই কাজ করে গেছেন এই শিক্ষাবিদ। শিক্ষা, মানবসেবা, পরোপকার, সাংগঠনিক, সামাজিক, সাংস্কৃতিক কোন ক্ষেত্রেই পিছিয়ে ছিলেন না তিনি। তিনি শুধু অরূয়াইল পাকশিমুল ও সরাইলের নয়। তিনি গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা এই দেশের সম্পদ ছিলেন। তাঁর আকস্বিক মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তবে তাঁর সেবা ও কর্মই মানব হৃদয়ে অমর করে রাখবে অনন্তকাল। সময় বাড়ার সাথে শোকসভাটি এক সময় বিশাল সমাবেশের রূপ ধারণ করে। জীবদ্দশায় উনার বর্ণাঢ্য কীর্তিময় জীবনের গল্প শুনতে শুনতে সকলেই আবেগ আপ্লোত হয়ে পড়েন। গোটা সভাস্থলে বিরাজ করে সুনসান নীরবতা। মুজিবুর রহমানের আদর্শ নীতি সাফল্য ও গৌরবময় কর্মকান্ডকে বাঁচিয়ে রাখতে বক্তারা ৬ টি প্রস্তাব করেছেন। প্রস্তাব গুলো হলো- (০১) উনার নামে জীবনি উল্লেখ পূর্বক একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ, (০২) একটি স্মরণিকা বের করা, (০৩) উনিসহ ওই এলাকার আরো কয়েকজন গুণী ব্যক্তির জীবনি বই আকারে প্রকাশ করা, (০৪) উনার পরিবারের সম্মতিক্রমে ‘মুজিবুর রহমান’ নামে একটি ফাউন্ডেশন গঠন, (০৫) দুই ইউনিয়নের সম্মিলিত মতামতের ভিত্তিতে উনার নামে একটি স্মৃতি পরিষদ গঠন ও (০৬) প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মুজিবুর রহমানসহ ওই এলাকার অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতিভা, শিক্ষা ও কর্ম জীবন, নীতি ও আদর্শ সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা গ্রহন। শিক্ষক শেখ সাদী ও মো. আক্তার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ভূঁইয়া। বক্তব্য রাখেন- নবীনগর কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজির আহমেদ, আশা’র অপরেটিং অফিসার মো. এনামুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মো. ইব্রাহীম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র প্রো ভিসি প্রকৌশলী মো. খলিলুর রহমান, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরূজ্জামান আনসারী, ঢাকাস্থ সরাইল সমিতির সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান, সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম পাঠান, সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন, রাখাল চন্দ্র গোপ, প্রভাষক মো. মোসলেম উদ্দিন, প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম, অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, চাতলপার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, এডভোকেট মো. উসমান গণি, ইউপি আ’লীগের সভাপতি মো. আবু তালেব, পাকশিমুলের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আ’লীগ নেতা মো. বোরহান মিয়া, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. সাহের উদ্দিন, অডিট এন্ড একাউন্টস অফিসার মো. কামাল হোসেন, কবি আবুল কাশেম তালুকদার, ফায়ার সার্ভিস ইন্সফেক্টর মো. রবিউল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জালাল আহমেদ, প্রতিভার প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. ইয়াছিন পাঠান, শিক্ষক মো. আব্দুর রহিম, মো. মহিউদ্দিন পাঠান, মো. আনোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. আবুল বাশার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here