প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
পরে দলীয় কার্যালয় চত্বরে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আশুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ সালাহ উদ্দিনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। এই হুমকি দাতা আবু সাঈদ চাদের কঠিন শাস্তির দাবি জানান এবং আগামীদিনের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চারা ভূমিকা পালনের আহবান জানানো হয়।
News Title :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুগঞ্জে বিক্ষোভ মিছিল
- Reporter Name
- Update Time : 12:30:34 pm, Friday, 2 June 2023
- 125 Time View
Tag :