প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

- আপডেট সময় : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
২৮ সেপ্টেম্বর আওয়ামীলীগ সভাপতি ও সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা,কেক কাটা ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উপহার বিতরণ কর্মসূচী পালন করেছে। আজ বুধবার সকাল ১১ টায় সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি কের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহসভাপতি সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন, উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। বিকাল ৪ টায় রেলস্টেশন চত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটা কর্মসূচী পালন করা হয়।