প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
শেখ হাসিনা আছেন বলেই এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে–হেলাল উদ্দিন
২৮ সেপ্টেম্বর আওয়ামীলীগ সভাপতি ও সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে জেলা আওয়ামীলীগ। আজ বুধবার সন্ধ্যার পর সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহসভাপতি সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন। জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। সভাপতির বক্তব্যে হেলাল উদ্দিন,প্রিয় নেত্রী শেখ হাসিনা বাঙালির আশা-আকাঙ্খা ও উন্নয়নের প্রতিক। তিনি আছেন বলেই এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। তিনি সুস’ থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে।