প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা বাস্তবায়ন করার জোর দাবী
- আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের ট্যাকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডশনের দাবীতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন এ সভার আয়োজন করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রুবেল মিয়া, নাজির আহমেদ দিদার, মামুন, আলী আকরাম খন্দকার, মামুন, জসিম উদ্দিন, আবু জামাল, তানিয়া রশিদ, আলাল উদ্দিন, সোহেল পাঠান, রাজিব চন্দ্র দাস, অজিত কুমার দেবনাথ। সহ ৯ উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু বিগত কয়েকবছর যাবৎ ট্যাকনিক্যাল পদমর্যাদার জন্য কর্মবিরতিসহ নানান আন্দোলন করলেও প্রতিবারই আশ্বাসের উপর ভিত্তি করে স্বাস্থ্য সহাকারীদের দমিয়ে রাখা হয়। করোনা মহামারী যখন চারদিকে ছরিয়ে পড়েছে তখন স্বাস্থ্য সহকারীরা জীবন ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ, ভ্যাকসিন, বোস্টার ডোজসহ নানান ট্যাকনিক্যাল কাজে অংশগ্রহণ করছে। কিন্তু তারপরেও কেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে বিলম্ব করছে কর্তৃপক্ষ? তাই কর্তৃপক্ষের কাছে আবারো অনুরোধ, দ্রুত স্বাস্থ্য সহকারীদের ট্যাকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডশনের মধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা বাস্তবায়ন করার জোর দাবী জানান।