প্রধানমন্ত্রীর ভার্চচুয়ালি জনসমাবেশে নারীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়

- আপডেট সময় : ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়,একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি সরকারি কৃষি কলেজ দাবী করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনে নৌকা প্রতিকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ বুধবার বিকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চচুয়ালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছে এ দাবী করেন। এসময় মাঠে উপস্থিত হাজার হাজার মানুষ দাবীগুলোর পক্ষে শ্লোগান তুলেন। এসময় উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের মধ্যে ৫ টি আসনের নৌকা প্রতিকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার নৃত্যশিল্পী ইমরানের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং নতুন ভোটারের কথা শুনেন। সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী এড.আনিসুল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যা.অব.এবি তাজুল ইসলাম এমপি, বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি, নবীনগরে নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল, শিক্ষাবীদ প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, সদর উপজেলা চেয়ারম্যান এড.লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, নবীনগর পৌরসভার মেয়র এড.শিবশংকর দাস, বিজ্ঞপিপি এড.মাহবুবুল আলম খোকন, জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া সহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ সভাপপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক।
সমাবেশে হাজার হাজার নারীর উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। শহরের বিভিন্ন এলাকা থেকে নারীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মোকতাদির চৌধুরী এসময় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, প্রিয় নেত্রী আপনি দেখুন আপনার সমাবেশে আজ হাজার হাজার নারী উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়াকে যারা ভিন্নভাবে উপস্থাপন করতে চায় তাদের জন্য আজকের সমাবেশে নারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করার বিষয়। সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ও সাবেক উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সমাবেশকে কেন্দ্র করে বুধবার দুপুর দেড়টা থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত মানুষ বর্ণাঢ্য মিছিল নিয়ে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকেন।