প্রতিবেশী ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ১২১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবেশী ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের সড়ক বাজার মুক্তি যোদ্ধাচত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু। এসময় প্রতিবেশী ফোরামের চেয়ারম্যান মেহেদী হাসান শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল মিজানুর রহমান আনসারি, বীর মুক্তিযোদ্ধা শ্রী কাঞ্চন পাল, বারিনদ্র গোষ, আজিজুর রহমান সবুজ, মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল, জাহাঙ্গীর আলম জনি, খবির উদ্দিন , আতাউর রহমান খান ,আবদুল মমিন ,আশ্রী মিঠু সাহা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমেশ বিশ্বাস, মিলন শাহা, কাজী শাহীন, সুবীর রায়, রজৎ আলী, ফোরকান, এনাম, ফয়সাল, কামরুল, পাবেল, দেবু, শ্যাম, সানাউল্লাহ, রবিন, আশিক, দুলাল সাহা, আসলাম খান, বাবু, জীবন প্রমুখ। এ সময় বক্তারা বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযোদ্ধাদের এ অবদান আমরা কখনো ভুলে যেতে পারব না। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এ সময় বক্তারা আরও বলেন,স্বাধীনতার বিরোধী শক্তির এ দেশে থাকার কোন অধিকার নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে এদেশকে পরিচালিত করছে। আমাদের সবার উচিত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করা। পৃথিবীর কম মানুষই আমাদের মত স্বাধীনতার স্বাধ অনুভত করতে পারে।এ জাতি বীরের জাতি। প্রতিবেশী ফোরাম এশটি মানবিক সংগঠন।