মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামের কৃতি সন্তান শামীমুল হক। তিনি জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক, ক্ষুরধার কলামিষ্ট ও রম্য লেখক। তিনি লেখার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০২২ পেয়েছেন। সকাল ১০ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, ক্রেষ্ট ও একটি সনদপত্র প্রদান করা হয়। শামীমুল হকের গৌরবময় এমন কৃতিত্বের খবরে আনন্দে ভাসছে নিজের জন্ম ভূমি সরাইলের বিভিন্ন মহলের লোকজন। সর্ব প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সরাইল প্রেসক্লাব। একে একে অভিনন্দন বার্তায় ভাইরাল হতে থাকে ফেসবুক। অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন জুমান চৌধুরী, মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহবুব খান প্রমূখ। অভিনন্দন বার্তায় সকলেই শামীমুল হকের সুস্বাস’্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, উনার অসাধারণ লেখনি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করণে বরাবরই ভূমিকা রাখছে। দেশের হাজার হাজার সংবাদ কর্মীর অভিভাবক শামীমুল হকের অনুসন্ধানী প্রতিবেদনে দেশের অনেক শক্তিশালী জনপ্রতিনিধি ও দূর্নীতিবাজদের ভীত নাড়িয়ে দিয়েছে। তিনি শুধু দেওড়া, সরাইল বা ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়। তিনি সমগ্র দেশ ও জাতীর জন্য সম্পদ। দীর্ঘ তিন দশকেরও অধীক সময় ধরে রয়েছেন সাংবাদিকতা পেশায়। সরাইল প্রেসক্লাবের সম্মানিত সদস্য শামীমুল হক নিয়মিত কলাম লিখছেন। পাশাপাশি এই রম্য লেখকের ১১ টি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। মাঝে মধ্যে টকশোতেও ডাক পড়ে তাঁর।