পৈরতলা বাসটেন্ডে আওয়ামী লীগের নির্বাচনী সভা ও অফিস উদ্ভোধন

- আপডেট সময় : ১২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সমর্থন ও তার প্রচার- প্রচারণার অংশ হিসেবে গতকাল ২৮ ডিসেম্বর ২৩ ইং বৃ্হস্পতিবার রাতে জেলা সদরের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিন পৈরতলা বাসটেন্ডে এক কর্মী সমাবেশ ও নির্বাচনী অফিস উদ্ভোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর -৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী অত্র কর্মী সমাবেশে উপস্হিত হয়ে নির্বাচনী অফিসের উদ্ভোধন করেন। অফিস উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে সবাইকে একত্রে মিলেমিশে নৌকা মার্কার পক্ষে কাজ করে তার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জেলা জজ কোর্ট পিপি এডভোকেট মাহাবুল আলম খোকন, আওয়ামী লীগ নেতা হিরণ মিয়া,যুবলীগ নেতা মোঃ বাবুল মিয়া,গোলাপ মিয়া, মোজাম্মেল হক শওকত,স্থানীয় মুরুব্বী মোঃ ফজলুল হক সহ অত্র এলাকার ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।