মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলে তাজু মিয়া (২৪) নামের এক বিবাহিত যুবক পিতা কর্তৃক শাররীক ভাবে লাঞ্ছিত হওয়ার ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সরাইল সদরের দক্ষিণ আরিফাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ গভীর রাতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছেন। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দক্ষিন আরিফাইল গ্রামের মঞ্জু মিয়ার ছেলে তাজু পেশায় একজন রাজমিস্ত্রী। দেড় বছর আগে একই গ্রামের প্রয়াত ফারুক মিয়ার মেয়ে সোহানাকে (২২) বিয়ে করেছেন তাজু। অভাব অনটনের যৌথ সংসারে বিয়ের পর থেকেই কলহ লেগেই থাকত। শ্বশুর শ্বাশুরির সাথে প্রায়ই কথা কাটাকাটি হত সোহানার। আয় রোজগার নিয়ে বাবা সাথেও তাজুর কলহ হতো। গত রবিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পিতা মাতার সাথে বাক- বিতন্ডা হয় তাজুর। এক পর্যায়ে স্ত্রীর সামনেই তাজুকে জুতাপেটা করেছে তার বাবা। এতে ভীষণ অপমান বোধ করে ক্ষুদ্ধ হন তাজু। রাতে নিজ শয়ন কক্ষে স্ত্রী ঘুমিয়ে পড়লেও জেগে অস্থিরতায় ছটফট করছিলেন তাজু। স্ত্রী গভীর ঘুমে মগ্ন। সুযোগে কোমরের বেল্ট ঘরের টিনের চালার কাঠের রোয়ার সাথে সাথে বেঁধে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাজু। করাট ফিরতেই সোহানার চোখে পড়ে স্বামীর ঝুলন্ত মরদেহ। চিৎকার শুরু করেন। তাজুর মা বাবাসহ প্রতিবেশীরা এসে তাজুকে উদ্ধার করেন। রাত সাড়ে ১২টার পর তাজুকে নিয়ে যান হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাজুকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নোমান মিয়া বলেন, রাত ১টা ১০ মিনিটে তাজুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। পরে পুলিশ হাসপাতাল থেকে তাজুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. শরিফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। আমরা ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।