পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে প্রচারাভিযানের মাধ্যমে জনগনকে সচেতন করে তুলতে হবে
মোকতাদির চৌধুরী এমপি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে প্রচারাভিযানের মাধ্যমে জনগনকে সচেতন করে তুলতে হবে। ন্যাশনাল অ্যালায়েন্স ফর ড্রাউনিং প্রিভেনশন (এনএডিপি) এবং মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এর যৌথ উদ্যোগে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ন্যাশনাল অ্যালায়েন্স ফর ড্রাউনিং প্রিভেনশন (এনএডিপি)এর আহবায়ক সদরুল হাসান মজুমদার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার মোঃ আবদুস সামাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,এ আরডির প্রতিষ্টাতা উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান,এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন সাংবাদিক আল আমিন শাহীন। কর্মশালায় সরকারী বেসরকারী কর্মকর্তা ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।