ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার সুহিলপুরে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার ও সহকারী পরিচালক মোঃ মোর্শেদুজ্জামানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও রিজিয়ন হেড মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সিনিয়র সহ সভাপতি মোঃ জামাল মিয়া, জিল্লুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার স্বনির্ভর নির্বাহী পরিচালক ও এনজিও সম্বনয়ক এসএম শাহীন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মুন্সী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া জোনের সিনিয়র ম্যানেজার ও এডমিট মোঃ মেজবাহ উদ্দিন, সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার শিপন কুমার মাঝি, ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাঞ্চ ম্যানেজার নন্টু বরণ সরকার, নন্দনপুর ব্রাঞ্চ ম্যানেজার নিখিল চন্দ্র রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা স্কুলের ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।
News Title :
পদক্ষেপ মানবিক কেন্দ্রের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ
- Reporter Name
- Update Time : 09:26:44 pm, Wednesday, 31 August 2022
- 132 Time View
Tag :