মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
আগামী জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) নৌকার কান্ডারি হওয়ার ঘোষণা দিলেন সরাইল উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবদুর রাশেদ। আজ শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী। উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. মোছন মিয়াসহ ২০-৩০ জন মুক্তিযোদ্ধা। লিখিত বক্তব্যে আবদুর রাশেদ বলেন, আগামী উপনির্বাচনে আমি আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা আমার মূল শক্তি। ১৯৬৮ খ্রি. থেকে রাজনীতির মাঠে সক্রিয় আছি। ৭১ এ দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে সামনের সারিতে সংগ্রাম করেছি। ২০০৮ খ্রিষ্টাব্দে বিএনপি জামাত জোট সরকারের ত্রাসের বিরূদ্ধে লড়াই সংগ্রাম ও নির্বাচনে ভূমিকা রেখেছি। একটি হত্যাকান্ডের পর এখানে আ’লীগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাজনৈতিক শুন্যতার সময়ে ২০১৪ খ্রিষ্টাব্দে আহবায়ক কমিটিতে দায়িত্ব পেয়ে ৮ বছর কাজ করেছি। ৮১টি ওয়ার্ড চষে বেড়িয়েছি। এই বছরের ১৪ সেপ্টেম্বর একটি সফল সম্মেলন করেছি। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে দল আমাকে মূল্যায়ন করবেন বলে আশা করছি। তিন সদস্যের আংশিক কমিটি দিয়ে নির্বাচনি বৈতরনী পার হবেন কিভাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত যে কমিটি একটি ইউনিয়ন কমিটিও অনুমোদন দিতে পারেনি। এরা চরমভাবে ব্যর্থ। নির্বাচনের বিষয়ে তারা এখনোও একটি সভা করেননি। আশার কথা হচ্ছে এই তিনজন ছাড়াও আ’লীগের নেতৃত্ব দেওয়ার মত সাংগঠনিক ভাবে আরো অধিক শক্তিশালী লোক কমিটিতে যুক্ত হবেন। তারাই আমার পক্ষে মাঠে কাজ করবেন। বাস্তবতার প্রেক্ষিতে দল ও জাতির বৃহত্তর স্বার্থে যেকোন সিদ্ধান্ত মাথায় নিয়ে কাজ করব।