নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মীদের সফল পুনরেকত্রীকরণ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে
কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মীদের সফল পুনরেকত্রীকরণ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ও বাংলাদেশ অভিবাসী তথ্য কেন্দ্রের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা। সভায় অভিবাসী তথ্য কেন্দ্রের অফিসার ইকবাল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশিক্ষণ কেন্দের শিক্ষকও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় অভিবাসন ও বিদেশ ফেরত কর্মীদের কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে ও বিদেশে যাবার আগে কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে সফলতা অর্জন করবে সে ব্যাপারে দিকনিদের্শনা দেওয়া হয়। যা সংবাদমাধ্যমে প্রচারিত হলে মানুষ উপকৃত হবে। সভায় জানানো হয় গত বছর বাংলাদেশ থেকে ১১ লক্ষ ৩৫ হাজার নারী ও পুরুষ বিদেশে গিয়েছেন। শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে গিয়েছেন ৬২ হাজার ৫০৩ জন। প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫ সহস্রাধিক নারী পুরুষ বিদেশে যাচ্ছেন।