ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর সাইমন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন রবিবার থেকে নিখোঁজ ছিলো। তার পরিবারের লোকজন অনেক খোঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে স’ানীয়রা শিশুটির বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
News Title :
নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- Reporter Name
- Update Time : 02:25:24 pm, Monday, 23 January 2023
- 136 Time View
Tag :