নাসিরনগরে নদীতে নৌকা ডুবি, শিশু নিহত

0
135
নাসিরনগরে নদীতে নৌকা ডুবি, শিশু নিহত
নাসিরনগরে নদীতে নৌকা ডুবি, শিশু নিহত

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদরের ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে এ দুর্ঘটনা নৌকা ঘাটে। নিহত জুমেল গোয়ালনগর ইউনিয়নের রহুল আমিনের ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে বাবার বাড়ি সন্তোষপুর যাওয়ার পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর একটি নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়।

এসময় ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুমেল মিয়াকে মৃত্যু ঘোষনা করেন। তারই অপর ভাই শিশু এমদাদুলকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here