প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন” শীর্ষক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডে উঠান সম্পন্ন করেছে নাসিরনগর উপজেলা কৃষকলীগ। এ ধারাবাহিকতায় রবিবার রাতে উপজেলা ফান্দাউক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১১৭ নম্বর উঠান বৈঠকের আয়োজন করা হয়। ফালান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপসি’ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়া, দপ্তর সম্পাদক মো: নিজাম খাঁ, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জি.এম আরমান নুর। এসময় কৃষকলীগের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই উঠান বৈঠকের বিষয় হচ্ছে-দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন,শেখ হাসিনার অবদান। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে একটানা ১৫ বছর ধরে সরকার পরিচালনা করছেন। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছেন। তাঁর ব্যাপক ভিত্তিক উন্নয়ন ও যুগান্তকারী নানা পদক্ষেপের কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এই কথাগুলো উঠান বৈঠকে তুলে ধরেন বক্তারা। তাই আবারও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান এবং উপস্থিতিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন” শীর্ষক লিফলেট বিতরণ করেন।
News Title :
নাসিরনগরে কৃষকলীগের উদ্যোগে ১১৭টি ওয়ার্ডে উঠান বৈঠক
- Reporter Name
- Update Time : 11:05:49 pm, Monday, 30 October 2023
- 220 Time View
Tag :