নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া’র জন্মদিন উদযাপিত

- আপডেট সময় : ০৯:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
বিশিষ্ট নারী সংগঠক ও সমাজসেবক কোহিনূর আক্তার প্রিয়া’র জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১ জুলাই) রাত ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ‘জনতার খবর’ এর কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কবি ও গীতিকার দেওয়ান ফারুফ, বিশিষ্ট সমাজসেবক জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, জাতীয় মানবাধিকার সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন, পীস ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক আইসিটি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খান, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক সামসুল আলম বাবু, রোম টু রিট এর শিক্ষা বিষয়ক কর্মকর্তা উপস্থাপক আফজালুর রহমান রিপন, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, সোনালি সকাল সংগঠনের সভাপতি ফাহিম মুনতাসির, নারী নেত্রী রুমানা আক্তার শ্যামলী, সেবা ঐক্য ফোরামের সভাপতি আনোয়ার হুসাইন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুছা, বিশিষ্ট চিত্রশিল্পী উচ্ছাস, বন্ধু মহলের প্রতিষ্টাতা আরমান আদনান, মো. রনি মিয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, নান্দনিক উপস্থাপক আব্দুল মতিন শিপন। শেষে কেককেটে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা ও উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কোহিনূর আক্তার প্রিয়া’র জন্মদিন বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উদযাপন করেছে।