নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যায় গন পাঠাগার প্রাঙ্গনে আলোচনা সভা, কেক কাটা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সুরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীমউদ্দীন, সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর ডিগ্রি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মোহাম্মদ হোসেন শান্তি, আরিফুল ইসলাম মিনহাজ, দেলোয়ার হুসেন, আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, এস এ রুবেল প্রমুখ।