নবীনগর প্রেক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ আরজুকে সংবর্ধনা প্রদান

- আপডেট সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ জুলাই সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী আড্ডা ও নবীনগরের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভি ও দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করায় নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার , নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাইটিভি ও মানবজমিনের নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দৈনিক মানবকণ্ঠের নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, সাধন সাহা জয় প্রমূখ। অনুষ্ঠানে মোহাম্মদ আরজুকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।