নবীনগরে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ বৃহস্প্রতিবার সকালে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বুলবুল। এতে খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন দুলাল, ইউপি সদস্য মো. ইউসুফ মিয়া, শিক্ষা অনুরাগী মো. ছাওয়াল উদ্দিন, শাখাওয়াত হোসেন মুন ও ডা. আলী আজম প্রমুখ।
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নবীনগর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বুলবুল বলেন শিক্ষার্থীদের পাঠদানে আরও বেশি মনোযোগি হওয়া ও বিদ্যালয়ে নিয়মিত উপসি’তি করার ব্যাপারে প্রতিটি মায়ের আরও উদ্যোগি হওয়ার জন্য তিনি অনুরোধ করেন। উক্ত মা সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মায়েরা উপসি’ত ছিলেন।