নবীনগরে ওয়াশ প্রকল্পের আওতায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও এআইআইবি র আর্থিক সহযোগিতায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থবিধি প্রকল্পের আওতায় মঙ্গলবার স্থানীয় এনজিও হোপ এর প্রশিক্ষণ কক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফ ওয়াশ প্রকল্পের আইভিসি ইলিয়াছ সিরাজী, সিসিডিএ সংস্থার প্রকল্প ব্যবস্থাপক সোহেল রানা, হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ,কে,এম আসাদুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। এছাড়াও নবীনগর উপজেলায় কর্মরত ৯টি সংস্থার ২০ জন শাখা ব্যবস্থাপকবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, এ প্রকল্পের সুদূরপ্রসারী উদ্দেশ্য হলো বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ এলাকায় “নিরাপাদ ব্যবস্থাপনায়” পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধার প্রাপ্যতা উন্নয়ন এবং পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থার মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনায় ১.২০ লক্ষ পরিবারে পানি সরবরাহ ব্যবস্থা ও ১০ লক্ষ পরিবারে দুই গর্ত বিশিষ্ট টয়লেট নির্মাণ করবে।