সংবাদ শিরোনাম ::
নবীনগরে এক যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৫৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ঋষিপাড়ায় গলায় ফাঁস দিয়ে রনি ঋষি (২২) নামে এক যু্বক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গৌরচাঁন ঋষির ছেলে। স্থানীয়রা জানায়, পূজায় ঘুরতে বাবার কাছে টাকা চায় রনি ঋষি। বাবা টাকা না দেওয়ায় অভিমান করে রাতে সবার অগোচরে ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রনি। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকলে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নবীনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার (৫ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে পাঠায়। নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।