সংবাদ শিরোনাম ::
নবীনগরের কনিকাড়া গ্রামের বাতিঘর জাহাঙ্গীর আলম চৌধুরী আর নেই

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১৭০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল শনিবার ভোরে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৫ পুত্রও ২ কন্যা রেখে গেছেন। তিনি নিজ গ্রাম কনিকাড়ার বিভিন্ন মসজিদ মাদ্রাসা,কবরস্থান,স্কুল,ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহিত জড়িত ছিলেন। তিনি দীর্ঘ ৪০ বছর কনিকাড়া গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যতে কনিকাড়া গা্রমসহ নবীনগরে শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার বাদ জোহর নবীনগর পাইলট স্কুল মাঠে ও বাদ আছর নিজ গ্রামে কনিকাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।