কোন জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে প্রয়জনীয় কার্যক্রম গ্রহন করা সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দন পুর সুাবন পাড়ায় এলাকায় একশত হেক্টর অনাবাদি জমিকে আবাদের আওতায় আনয়নের লক্ষ্যে খাল খনন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃশাহগীর আলম।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ মে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দন পুরে খাল খনন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সেলিম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃশাহগীর আলম। এসময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুশান্ত সাহা, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান আলী হোসেন মেম্ববারসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গ ও কৃষক গণ অংশ গ্রহণ করেন। উক্ত খাল খনন উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ও সমাপনী বক্তব্য রাখেন সুহিল পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃরশিদ ভূঁইয়া
আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃশাহগীর আলমসহ আমন্ত্রিত অতিথি ও কৃষকদের সাথে নিয়ে দোয়া পরিচালনার মাধ্যমে খাল খনন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন