মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন লায়ন মোহাম্মদ জুম্মান চৌধুরী (এম কম)। জুম্মান চৌধুরী একই বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র। তিনি সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, মিতালী সমাজ কল্যাণ সমিতির অন্যতম সদস্য, এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর সম্মানিত সভাপতি, এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, আটাবের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলহাম ট্রাভেলস্ কর্পোরেশনের সত্বাধীকারী। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির অপর সদস্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. আক্তার হোসেন ও অভিভাবক প্রতিনিধি সারোয়ার আহমেদ চৌধুরী। এডহক কমিটির সভাপতি জুম্মান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।