দুর্নীতি বিরোধী সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে শপথ গ্রহণ

- আপডেট সময় : ০১:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে শপথ গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে শপথ গ্রহণ করেছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জামালের সভাপতিত্বে বিশৈষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু , মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য।