দুই সাংবাদিকের নামে উকিল নোটিস; ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ
- আপডেট সময় : ১১:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় কর্মরত দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম ও এখন টিভির জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়ের নামে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এ এইচ এম কামরুল ইসলাম কর্তৃক ডাকযোগে তার আইনজীবি এ্যাড. জাকির হোসেন খান এর মাধ্যমে উকিল নোটিস পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,গণমাধ্যমকর্মীরা রাষ্ট্র ও জনগণের কল্যাণে সর্বদা সক্রিয় থাকেন। উকিল নোটিশ পাঠানো,মামলা করে হয়রানি তাদের গতিপথ রুদ্ধ করার অপচেষ্টা বলেই ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন মনে করছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ সকল দিক বিচেনায় নিয়ে উকিল নোটিশ প্রত্যাহারের ব্যবস্থা করবেন।