তিতাস আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
কেক কেটে আর মিষ্টি বিতরণ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। আজ শুক্রবার সকাল ১১ টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আনন্দঘন পরিবেশে এ কর্মসূচী পালিত হয়। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় এসময় স্বাগত জানান সহকারি পরিচালক উত্তম কুমার দাস। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন,লোকসংস্কৃতি পরিষদ সভাপতি পীযুষ কান্তি আচার্য,চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন,খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার,নোঙর সভাপতি শামীম আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কবি ও কথাশিল্পী মাহবুব ইসলাম,বাউনবাইরার কতা গ্রপের এডমিন সোহেল রানা ভূঞা,ক্রীড়া সংগঠক মনিরুল আলম,সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির।