ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও জাগোনিউজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আল সাদী ভূঁইয়াকে নিজ জেলায় আগমন উপলক্ষ্যে অভ্যর্থনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অভ্যর্থনা দেওয়া হয়৷ এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা সাংবাদিকদের পক্ষে আল সাদী ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।
অভ্যর্থনা বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মতো একটি সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্ব। ব্রাহ্মণবাড়িয়ার যেসকল ছেলে-মেয়েরা দেশের অন্যান্য জায়গায় সাংবাদিকতা করছে তাদেরকে নেতৃত্বস্থানীয় জায়গায় উঠে আসুক সেটি প্রত্যাশা করছি৷ সামনের দিনগুলোতে আমরা সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে পরস্পরকে সহযোগিতা করবো।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এ সংগঠনের সদস্যরা অসাধারণ ও সুন্দর মননের অধিকারী। তাদের মধ্যে সত্য ও সুন্দরকে গ্রহণ করার যে অনন্য গুণ তা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমাকে খুঁজে বের করে এ অভ্যর্থনা জানানোর জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে ঢাবি সাংবাদিক সমিতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে৷ পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মজিজুর রহমান লিমন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম পারভেজ ও ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামে। গত ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।