ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মেয়াদ পূর্তির চেক প্রদান
- আপডেট সময় : ১০:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
বর্তমান সরকার বীমা উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর ১ মার্চকে বীমা দিবস উদযাপন করছে। প্রতিটি প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিকে বীমা করা উচিত। বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডস্থ ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর এজেন্সি অফিসে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুলকে মেয়াদ পূর্তির এক লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকার চেক প্রদানকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন একথা বলেন। মেয়াদপূর্তির চেক পেয়ে জিয়াউল হক বকুল সন্তোষ প্রকাশ পুণরায় ৩ লক্ষ টাকার বীমার ঝুঁকি গ্রহণ করে নতুন পলিসি করেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়া এজেন্সি অফিসের ইনচার্জ মোহাম্মদ আরজু,ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আকরাম , সাংবাদিক জহির রায়হান ।