ডিপিএফ-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে স্টেকহোল্ডার সভা অুনষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি ,বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া বারের সভাপতি এডভোকেট মোঃ তানবীর ভুইয়া, সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আল অমিনুল হক, প্রধান শিক্ষক বদিউজ্জামান,কাজী ইয়াহ হিয়া মাসুদ, সাংবাদিক আ ফ ম কাউসার এমরান,ইমাম মোষ্তাক আহমেদ, ডিপি ফের সাধারন সম্পাদক মোঃশরীফউদ্দিন, সদস্য এসএম শাাহীন প্রমুখ। সভায় পিফরডির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া ও জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম উপস্থিত ছিলেন।