শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পিছিয়ে পড়া নারীদের শারদীয় দুর্গোৎসব আনন্দময় করার লক্ষ্যে শাড়ি বিতরন করা হয়। গতকাল শনিবার ২১ অক্টোবর ২৩ ইং ব্রাহ্মণবাড়িয়া শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টা সময় বস্ত্র উপহার বিতরণ করা হয। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দেব, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক, সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, আনন্দময়ী কালীবাড়ির সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, সাবেক উপজেলা শিক্ষা অফিসার প্রবীর রায়, এডভোকেট সুভাস চন্দ্র সহ সংগঠনের দলনেতা সৈকত চক্রবর্তী, সংগঠনের সদস্য চক্রবর্তী,অর্নব চক্রবর্তী,অমৃত প্রমুখ।। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শারদ শুভেচ্ছা বিনিময় করেন বক্তব্যের মাধ্যমে এবং আগত নারী পুরুষদের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করে।অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতাপরিচালক প্রসন্ন দাস।
শারদীয় বস্ত্র বিতরণ উদ্যোগটি বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করেছেন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মেজবাহ উদ্দিন ইকো,সংগঠনের কার্যকরী সদস্য নাহিদ খন্দকার , সজীব মোল্লা, অভিরাম দাস,আফরিন প্রমুখ।