টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫জুলাই শনিবার বিকেল ৫টায় স্বেচ্ছাসেবী সংগঠন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডাস্থ অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান স্যারের ল্যাংগুয়েজ ক্লাসরুমে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রসন্ন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পমনা কবি দেওয়ান মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী সারয়ার, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক বই মজুর মো: স্বপন মিয়া, সংগঠনের কার্যকরী সদস্য যুক্তরাজ্য প্রবাসী নাহিদ খন্দকার,কার্যকরী সদস্য আফরিন ফাতিহা জুই।অনুষ্ঠানে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের বিগত কার্যক্রম ও ভবিষ্যৎ কার্যক্রমের লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।এছাড়া সংগঠনের সদস্যরা মতামত রেখে বলেন মানবিকতার আলোকে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সবার সহযোগিতায় আরো এগিয়ে যাবে।৷ প্রধান অতিথির বক্তব্যে কবি দেওয়ান মারুফ বলেন সমাজের ভালো কাজে এগিয়ে আসুক বিত্তবানরা।তিনি আরো বলেন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া অদূর ভবিষ্যতে মানবতার সেবায় এগিয়ে যাবে সবসময়।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের টিম লিডার সৈকত চক্রবর্তী, পিয়ম পাল,অর্ণব চক্রবর্তী, খালেদ,শিফা আক্তার,সৈয়দা স্বর্ণালী, রিজু সাহা,অরুপ দও, জাহিদুল হাসান রনি,শুভ দেব,ফারিয়া জান্নাত প্রিয়াঙ্কা,শ্রাবন্তী।