ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ‘মাজু মাঝি’ নামের পণ্যবোঝাই ষ্টিলবডি ট্রলার (নৌকা) ডুবে যায়। এতে ৭ লক্ষাধিক টাকার মালামাল তলিয়ে গেছে পানির নিচে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নদীর পূর্বপাড়ে উপজেলার পানিশ্বর ও নরসিংহপুর এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ট্রলারের চালক জানায়, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ভৈরব বাজার থেকে ব্যবসায়িদের মালামাল নিয়ে সরাইলের অরূয়াইল বাজারের উদ্যেশ্যে রওনা দেয়। নরসিংহপুর এলাকার কাছাকাছি আসার পর প্রবল গতিতে শুরূ হয় ঝড় ও বৃষ্টি। নদীতে বেড়ে যায় ঢেউয়ের তোড়। ঢেউয়ের তোড়ে কাত হয়ে এক সময় ট্রলারটি ডুবে যায়। পাড়ের কাছাকাছি হওয়ায় টুলারে থাকা লোকজন সাঁতার কেটে প্রাণ রক্ষা করেন। ট্রলারে থাকা জ্বালানি তেলের ড্রাম গুলো ভেসে থাকলেও অন্য সব মালামাল পানির নিচে তলিয়ে যায়। ওই মাল গুলি রক্ষা করা সম্ভব হয়নি। মালের আনুমানিক মূল্য হবে ৭ লক্ষাধিক টাকা। ট্রলারের পরিচালক অরূয়াইল গ্রামের আলী মিয়া জানান, ট্রলারের মালিক পাকশিমুল গ্রামের মুকসুদ আলী। ট্রলারটি প্রতিদিন সকাল ১০টায় অরূয়াইল বাজার থেকে যাত্রী নিয়ে ভৈরব যায়। ব্যবসায়িদের মালামাল নিয়ে বিকেল ৩ টায় ভৈরব থেকে অরূয়াইল বাজারের উদ্যেশ্যে রওনা করে।
মাহবুব খান বাবুল