গণশুনানীর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সরকারী কর্মকর্তাদের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে ও বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর পিফোরডি প্রকল্পের আওতায় ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সহায়তায় আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি বলেন, গণশুনানীর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সরকারী কর্মকর্তাদের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজুমিয়ার সভাপতিত্বে গণশুনানীতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী সহ ৫০জন অংশগ্রহণ করেন ।
গণশুনানীতে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিগন আইনশৃংখলা, স্বাস্থ্য ও শিক্ষাখাত, জমি রেজিষ্ট্রি সংক্রান্ত, ট্রেনের টিকেট কালোবাজারী সহ বিভিন্ন বিষয়ের সমস্যা তুলে ধরলে জেলা প্রশাসক মোঃ শাহগীরআলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা রেজিষ্টার সরকার লুৎফুল কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম,ও ডাঃ মাহমুদুল হাসান জবাব দেন। গণশুনানীতে শুভেচ্ছা ব্ক্তৃতা করেন ডিপিএফর সাধারন সম্পাদক মোঃ শরীফউদ্দিন। সঞ্চালনা করেন ডিপিএফ সদস্য এস এম শাহীন। এতে পিফোরডি প্রকল্পের সিলেট রিজিয়নের কোঅর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া উপস্থিত ছিলেন।