সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে সদস্য পদ থেকে পদত্যাগ করলেন মো. বিল্লাল মিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
আগামী ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদ ৩নং সদস্য (আশুগঞ্জ উপজেলা) থেকে পদত্যাগ করেছেন মো. বিল্লাল মিয়া। তিনি বুধবার সকালে ব্রাহ্মনবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এম.এম মাহমুদুর রহমানের কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। এই ব্যাপারে সদ্য পদত্যাগকারি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ৩নং ওয়ার্ডে সদস্য মো. বিল্লাল মিয়া জানান, আমি আগামী ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় সরকার বিভাগের সকল সম্মানিত জনপ্রতিনিধি ভোটারদের ভোট প্রার্থণাসহ জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।