জামানত হারালেন জাপা সহ তিন প্রার্থী!

- আপডেট সময় : ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সদ্য সমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জিএম কাদের) আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির মো. জহিরূল ইসলাম জুয়েল (গোলাপফুল) ও ন্যাশনাল পিপলস্ পার্টির রাজ্জাক হোসেন (আম)। গতকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই তিন প্রার্থীর কেউই জামানত পাওয়ার মত ভোট পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২। ৫ নভেম্বরের উপনির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩২ টি কেন্দ্রে মোট ১ লাখ ৮ হাজার ৩৫৭ ভোট কাষ্ট হয়েছে। প্রার্থী ছিলেন ৫ জন। আইন হচ্ছে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলেই প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন। এর চেয়ে কম পেলে জামানতের টাকা ফেরৎ পাবেন না। এখানে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৫৪৪। যা ৫ প্রার্থীর মধ্যে ৩ জনই পাননি। জাকের পার্টি প্রার্থী (গোলাপফুল) পেয়েছেন ৪৬১, জাতীয় পার্টির প্রার্র্থী (লাঙ্গল) ৩ হাজার ১৮৬ ও ন্যাশনাল পিপলস্ পাটির প্রার্থী (আম) পেয়েছেন ৭৩৯ ভোট। তাই তারা তিনজনের কেউই জামানত পাচ্ছেন না। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, বিধি হচ্ছে জামানত পেতে প্রার্থীকে কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ পরিমাণ ভোট পেতে হবে। এর কম হলে জামানতের টাকা ফেরৎ পাবেন না। ওই তিন প্রার্থীর কেউই জামানত ফেরৎ পাওয়ার মত ভোট পাননি।