‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ খ্রিষ্টাব্দ পালন উপলক্ষে সরাইল উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহন করেছেন। গত রবিবার সকালে উপজেলা পরিষদ এলাকার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান আবু হানিফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, সাংবাদিক শফিকুর রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, মৎস্যচাষি দূর্গাচরণ দাস ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্যচাষি গোলাম মোস্তফা প্রমূখ। পরে মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। সবশেষে সফল তিন উদ্যাক্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
মাহবুব খান বাবুল