‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্প্রতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সভাকক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সময় উপিস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম ‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা’ শীর্ষক ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। এই সময় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি মানুষের অধিকার। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্য ব্যবসায়ীবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করলে অচিরেই বাংলাদেশ নিরাপদ খাদ্যের ভান্ডার হবে।
News Title :
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : 10:15:12 pm, Thursday, 2 February 2023
- 176 Time View
Tag :