জাতির পিতার সমাধিসৌধে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ফুলেল শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ১০:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার সমাধিসৌধ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল শনিবার দুপুরে এ শ্রদ্ধা জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন নেতৃত্বে এসময় শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, তিতাসপাড়ের কৃতি সন্তান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাকারিয়া কাজল,সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি শাহ মোতাসিম বিল্লাহ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক যোবায়ের রহমান চৌধুরী,দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান,,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান,সদস্য সামিউল আহমেদ সামী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী,আবুল কালাম আজাদ,বর্তমান সভাপতি ওমর ফারুক,মহাসচিব দীপ আজাদ,ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী,সাধারণ সম্পাদক আক্তার হোসেন,সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজির এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।