চ্যানেল আই এর ২৪ তম জন্মদিন উদযাপন।

- আপডেট সময় : ০২:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শক- নন্দিত লাল সবুজের টিভি চ্যানেল চ্যানেল আই এর ২৪ তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ব্রাহ্মণবাড়িয়া আমার চ্যানেল আই দর্শক ফোরাম আয়োজনে ১ অক্টোবর শনিবার সকালে স্থানীয় লোকনাথ দিঘি মাঠ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পুরাতন জেল রোড অবস্থিত সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের হলে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃশাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রায় জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও বীর মুক্তিযোদ্ধাসহ জেলার সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে এসময় চ্যানেল আই এর ২৪ তম জন্মদিন কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।