গণজাগরণের নাট্যোৎসবে সাহিত্য একাডেমির নাটক মঞ্চায়িত
- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশে গণজাগরণের শিল্প আন্দোলন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে। এমনই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় দেশের চৌষট্টিটি জেলায় গণজাগরণের নাট্যোৎসব চলছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্য দল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাহিত্য একাডেমি গণজাগরণের নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে।
আজ বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ তারিখে বঙ্গবন্ধু স্কয়ারে বিকাল ৪টায় শতাধিক দর্শকের মাঝে কবি জয়দুল হোসেনে সঞ্চালনায় নাজিম উদ্দিনের রচনা ও জয়দুল হোসেনের নির্দেশনায় “মুক্তি” নাটকটি সাহিত্য একাডেমি পরিবেশন করে। নাটকে অভিনয় করেন রিপন দেবনাথ, অভিজিৎ সাহা অভি, ইশ্বরী চৌধুরী, শেখ মাহাদিন আলী ইফাজ ও রিমী সুলতানা তিশা। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় ফারুকী পার্কের পৌর মুক্তমঞ্চে বিকাল ৪টায় দ্বিতীয় মঞ্চায়ন এবং আগামীকাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নাটকটি তৃতীয় ও শেষ মঞ্চায়ন হবে। নাটকটি দেখার জন্য সকলকে আহবান জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।