খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধান মালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা ও হালনাগাদকৃত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘরে মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্ট বেকারী নামে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তারের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানে খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধানমালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লংঘনের দায়ে মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্ট বেকারী মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান জনস্বার্থে এই জাতীয় কার্যক্রম চলমান থাকবে।
Home উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর খোলা ডাস্টবিন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘরঃ মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা...