মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মসজিদ সমূহে জুমআর দিনে খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বিষয়ে বয়ান রাখার অনুরোধ করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম। আজ শুক্রবার সরাইল সদরের বিকাল বাজার শাহী জামে (হাটখোলা) মসজিদে জুম’আর নামাজের পর মুসল্লিদের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে তিনি ইমাম সাহেবদের এই অনুরোধ করেন। ওসি বলেন, আমি আপনাদের আইন-শৃঙ্খলা নিয়ে কাজ করতে এসেছি। সরাইলের দাঙ্গা অনেক কমে গেছে। আর দাঙ্গা হতে দেয়া যাবে না। এই লক্ষে আমি আপনাদের সকলের সহযোগিতায় কাজ করতে চাই। অন্যায় অপরাধ দেখলে সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করবেন। বাঁধা দিবেন। প্রয়োজনে দ্রূত আমাদেরকে জানাবেন। কাউকে লাঠি বল্লম হাতে দেখলেই বুঝিয়ে থামানোর চেষ্টা করবেন। দাঙ্গা মানুষ ও সমাজকে অশান্ত রাখে। অর্থনৈতিক ও সামাজিক ভাবে বিশাল ক্ষতিগ্রস্ত করে। জীবন কেঁড়ে নেয়। অনেককে স্থায়ীভাবে পঙ্গু করে দেয়। জীবনকে বিষাদময় করে তুলে। মাদকের ভয়াবহতা আরো ব্যাপক ক্ষতি সাধন করে। সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। পারিবারিক ও সামাজিক কলহ বৃদ্ধি পায়। অর্থের ব্যাপক অপচয় হয়। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মারামারি, কাটাকাটি ইত্যাদি অপরাধের জন্ম মাদক থেকে। আসুন, আমরা সকলে সরাইলের দাঙ্গা ও মাদক প্রতিরোধে প্রত্যেকের অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করি। সামাজিক দায়বদ্ধতা থেকে সকলেই এই সকল কাজে আমাদেরকে সহযোগিতা করূন। ওসি ইমাম সাহেবদের অনুরোধ করে বলেন, আপনারা দয়া করে শুক্রবার জুমআর দিনে খুৎবার আগে বয়ানে দাঙ্গা মাদকের ভয়াবহ কুফল পরিণাম ইসলামের আলোকে ব্যাখ্যা করূন। ফলে মুসল্লিদের মাধ্যমে বার্তা গুলো পরিবারে ও সমাজে দ্রূত ছড়িয়ে পড়বে। আল্লাহর চাহেতেু সরাইল হবে দাঙ্গা ও মাদকমুক্ত। আমরা সকলেই উপকৃত হবো।
News Title :
খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বয়ানের অনুরোধ সরাইল থানার ওসি’র
- Reporter Name
- Update Time : 06:07:25 pm, Friday, 4 August 2023
- 164 Time View
Tag :