কোয়ান্টাম ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন।
- আপডেট সময় : ০৮:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ৬৬৭ বার পড়া হয়েছে
২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। “ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেডিটেশন দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সেল আজ শনিবার সকাল সারে ছয়টায় ফারুকী পার্কে (অবকাশ) বিশেষ এক মেডিটেশন প্রোগ্রামের আয়োজন করে। গত বছর দেশে প্রথমবারের মতো সাড়ম্বরে এ দিবস পালন করে কোয়ান্টাম। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতেও দ্বিতীয়বারেরমত এই দিবসটি উদযাপন করা হল। এ আয়োজনের মূল লক্ষ্য হল ধ্যানের গুরুত্ব সম্পর্কে সর্বমহলে সচেতনতা সৃষ্টি করা। সেইসাথে নতুন প্রজন্মের মাঝে সমৃদ্ধ ও সমমর্মী বাংলাদেশের একটি স্বপ্ন তুলে ধরা। উক্ত মেডিটেশন প্রোগ্রামে নানান শ্রেণি-পেশার সদস্যরা অংশগ্রহণ করেন। তারা হচ্ছেন মোঃ কবীর আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শিহাবুর রহমান, কাজী শাহিনুল ইসলাম, ইমন দেব, মোঃ ইউনুস রনি, হাসিনা সালাম, মিলন বাহার, রোনা আক্তার, তাসলিমা আক্তার, আকলিমা আক্তার,তনুকা, নাহার, সামি, জুনায়েদ প্রমুখ। ভবিষ্যতে কোয়ান্টাম ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সেল কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে আয়োজকরা জানান।