রাসেল মিয়া (১৬)। বাড়ি কালীকচ্ছের ধর্মতীর্থ এলাকায়। বাবা প্রবীণ কৃষক লাল খাঁ (৬৪)। নবম শ্রেণি পর্যন্ত পড়েছিল রাসেল। আর্থিক অস্বচ্ছলতার কারণে পড়তে পারেনি। খেলাধূলার ফাঁকে পিতার কৃষি কাজে সহায়তা করে থাকে। বাড়ির পাশেই চাষ করেছে বোরো ধান। জমিতে প্রচুর ঘাস। একটু পানির অপেক্ষায় ছিল লাল খাঁ। মাঘের বৃষ্টিতে জমিতে পানি লেগেছে। মহা খুশি লাল খাঁ। জমির আগাছা পরিস্কার জমিতে দেশীয় কৃষি যন্ত্র হুইটার চালাতে হবে। মাঘের প্রচন্ড শীত উপেক্ষা করে পানি কাঁদায় লাল খাঁ। বাবার কষ্টের ভাগ নিতে হাজির কিশোর রাসেল। বাবার হাত থেকে নিয়ে গেল হুইটারটি। নেমে গেল জমিতে। ঠেলতে লাগল হুইটার। রাসেল বলে, ১ ঘন্টা ধরে ঠেলছি। এখন প্রায় শেষ। ঠান্ডার মধ্যে বৃদ্ধ পিতাকে সহায়তা করলাম। এভাবে বাবার কৃষি কাজে আমার মত সকল সন্তানকেই একটু সহযোগিকা করা প্রয়োজন।
মাহবুব খান বাবুল