কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায়–শিউলী আজাদ এমপি
- আপডেট সময় : ১০:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন
–শিউলী আজাদ এমপি
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে নাজমা ফাতেমা বেগম শিউলী আজাদ বলেছেন, আমরা গর্বিত আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা গর্বিত আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মানে শান্তি আর উন্নয়নের নাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তিনি গত সোমবার সন্ধ্যায় কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আমির আলীর সভাপতিত্বে ও কালিকচ্ছ ইউনিয়নের জন্য জেলা আওয়ামীলীগ গঠিত সাংগঠনিক টীম প্রধান মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,সরাইল উপজেলা আহবায়ক এড.নাজমুল হোসেন,যুগ্ম-আহবায়ক এড.আবদুর রাশেদ,সাংগঠনিক টীমের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,এড.জয়নাল উদ্দিন,নাজমা আক্তার,ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মুজিবুর রহমান,ইসমাঈল খান,বেনু চন্দ্র দেব,যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান,তকদির হোসেন,সাংগঠনিক সম্পাদক আলী মিয়া। সভায় আগামী ১৫ জুন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে ৯ টি ওয়ার্ডের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়।