কাব্যগ্রন্থ ‘শত আলোর মেলা’ মোড়ক উন্মোচন করেন কমরেড রাশেদ খান মেনন এমপি
- আপডেট সময় : ১২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ২০১ বার পড়া হয়েছে
১১ মার্চ শুক্রবার সকলে অমর একুশে গ্রন্থ মেলা ২০২২ এর গ্রন্থ প্রকাশ মঞ্চে আদিল প্রকাশ থেকে প্রকাশিত তরুণ প্রজন্মের লেখক ফাহিম মুনতাসির সম্পাদিত ‘শত আলোর মেলা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।এসময়ে সহ সম্পাদক সানিউর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কমরেড রাশেদ খান মেনন এমপি, কমরেড নূর আহমেদ বকুল, আনিসুর রহমান মল্লিক, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানি, এড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, ফারুক আহমেদ রুবেল, দীপক চৌধুরী বাপ্পী, কাজী তানভীর মাহমুদ শিপন, সাইমা নাসরিন, পাবেল রহমান, ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, সহ সভাপতি তারিকুল ইসলাম, সুমাইয়া পারভীন ঝরা, ফারহাদুল ইসলাম পারভেজ, নূর নিরব, তানভিন আহমেদ, অনিক দেওয়ান, আল আমীন শাহীন, আশিকুর রহমান, সৈকত ভুঁইয়া জয়, জুবায়েদ আহমেদ, তুরাগ আহমেদ, সাইফুল ইসলাম প্রমূখ । তরুণ লেখক ও ছাত্র নেতা ফাহিম মুনতাসির, সানিউর রহমান ও মো. আমীর হোসেন চৌধুরী’র যৌথ প্রচেষ্টায় দুই বাংলার ১০০ নবীন ও প্রবীণ কবির দ্রোহ, শক্তি, প্রেম, বেদনার ভাবনা গুলোকে একত্রিত করে সম্পাদনা করা হয় কবিতার বই ‘শত আলোর মেলা’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন এই বইয়ের প্রতিটি লেখায় ফোটে উঠেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, মেহনতী মানুষের জীবনাচিত্র, সত্যের জয়গান, অন্যায় অবিচারের বিরুদ্ধে উচ্চারিত শ্লোগান ও ধর্ম-বর্ণ-জাতি-গোত্র-লিঙ্গ উর্ধ্বে ফেলে মানুষের পাশে থাকার মানুষকে কাছে রাখার আহ্বান। উল্লেখ্য বইয়ের সম্পাদক ফাহিম মুনতাসির ও সহসম্পাদক সানিউর রহমান এর এটি নবম সম্পাদনা তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রী’র মাধ্যমে ছাত্র রাজনীতির সাথে জরিত পাশাপাশি তিনি কবিতা লিখতে আবৃত্তি ও অভিনয় করতে পছন্দ করেন